, মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

তালেবানের কায়দা অনুসরণ করে সিরিয়ায় উত্থান বিদ্রোহীদের!

তালেবানের আফগানিস্তান জয়ের কায়দা অনুসরণ করেই সিরিয়ায় হঠাৎ উত্থান বিদ্রোহীদের। নিজেরা শহর দখল করলেও বিদ্রোহীরা নিয়ন্ত্রণ স্থানীয়দের হাতে ছাড়ার চেষ্টা করছে বলে মত বিশ্লেষকদের। অন্যদিকে ইরান-তুরস্ক-রাশিয়ার টানাপড়েনে জটিল রূপ নিচ্ছে সিরিয়ার পরিস্থিতি।

আট বছর ধরে হেরে আসা বিদ্রোহীরা মাত্র মাত্র পাঁচদিনে দখল নিলো হারানো এলাকার। ২০২০ সাল থেকে প্রায় স্থবির সম্মুখসমর হঠাৎই জীবন্ত হয় গেলো সপ্তাহে।

ইদলিবের পুরোটা, আলেপ্পোর বড় অংশ এবং হামার আংশিক এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। বুধবার (২৭ নভেম্বর) থেকে বহুমুখী অভিযানে সিরীয় সেনাবাহিনীকে কোণঠাসা করে ফেললেও বেসামরিক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করছে বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন, তিন বছর আগে স্থানীয়দের সাহায্যে তালেবানের আফগানিস্তান জয়ের কায়দা মেনেই প্রাথমিক সাফল্যের দেখা পেয়েছে বিদ্রোহীরা।

ইউনিভার্সিটি অব অ্যান্ড্রুজের সিরিয়া বিষয়ক রিসার্চ ফেলো ইব্রাহিম হামিদি বলেন, 'তাহরির আল-শামসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতারা সম্ভবত স্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছেন যেন কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি না হয়। জানমালের ওপর হামলা থেকে বিরত থেকে শহরের সামরিক নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে বলা হয়েছে। আমার মনে হয়, আফগানিস্তানে তালেবানের অভিজ্ঞতাকে কোনোভাবে কাজে লাগিয়েছে তারা। তালেবানকে অনুসরণ করে নিজেরা শহর দখল করলেও নিয়ন্ত্রণ স্থানীয়দের হাতে ছাড়ার চেষ্টা করছে।'

সিরিয়ার ইতিহাসে এবারই প্রথম আলেপ্পোর নিয়ন্ত্রণ হারিয়েছে দামেস্ক। মিত্র রাশিয়ার সহযোগিতায় অব্যাহত বিমান হামলা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সিরিয়া সরকার। ফলে দেশের দ্বিতীয় বৃহৎ নগরী এখন তুরস্কপন্থিদের নিয়ন্ত্রণে। পরিস্থিতির জন্য ইরানি মিলিশিয়া বাহিনীর দুর্বলতাকে দায়ী করছেন বিশ্লেষকরা।

ইউনিভার্সিটি অব অ্যান্ড্রুজের সিরিয়াবিষয়ক রিসার্চ ফেলো ইব্রাহিম হামিদি বলেন, 'পরাজয়ের পর, লেবানন আর সিরিয়ায় হিজবুল্লাহ আর ইরান যে পরাজয়ের সম্মুখীন হয়েছে, অর্থাৎ ইসরাইল-ইরান যুদ্ধের পর আলেপ্পোর পশ্চিমে ইরানের যোদ্ধা বাহিনী দুর্বল হয়ে গেছে। এ সুযোগ লুফে নিয়েছে তুরস্ক সমর্থিত ইসলামপন্থিরা এবং স্থল অভিযানে অনেকটা এলাকা দখল করে নিয়েছে। এতটা দ্রুত তারা আলেপ্পোর ভেতরে ঢুকে সব দখল করে নিয়েছে যা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল।'

পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া, ইরান ও তুরস্ক মিত্র হলেও সিরিয়া ইস্যুতে আঞ্চলিক তিন শক্তির অবস্থান আলাদা। ১৯৭১ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় থাকা আসাদ পরিবারের শাসনের অবসান, আঞ্চলিক অখণ্ডতা এবং স্থানীয় ও আঞ্চলিক গোষ্ঠীর ভূমিকাসহ নানা ইস্যুতে ভিন্নমত তিন দেশের।

এসএস