তালেবানের কায়দা অনুসরণ করে সিরিয়ায় উত্থান বিদ্রোহীদের!
তালেবানের আফগানিস্তান জয়ের কায়দা অনুসরণ করেই সিরিয়ায় হঠাৎ উত্থান বিদ্রোহীদের। নিজেরা শহর দখল করলেও বিদ্রোহীরা নিয়ন্ত্রণ স্থানীয়দের হাতে ছাড়ার চেষ্টা করছে বলে মত বিশ্লেষকদের। অন্যদিকে ইরান-তুরস্ক-রাশিয়ার টানাপড়েনে জটিল রূপ নিচ্ছে সিরিয়ার পরিস্থিতি।