পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াতে গভর্নরের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াতে গভর্নরের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক
পুঁজিবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াতে গভর্নরের সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক |
0

যে অর্থ তহবিল হাতে আছে সেগুলোকে পুঁজিবাজারের কাজে ব্যবহারের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সাথে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ। সেই সাথে যেসব বিশেষ তহবিলের মেয়াদ শেষ হয়ে যাবে সেগুলোর সময় বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। আজ (বুধবার, ২৭ নভেম্বর) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি জানান, বিএসইসির কাছে বেশ কিছু পরিমাণের অর্থ তহবিল রয়েছে। যেগুলোকে কীভাবে পুঁজিবাজারের জন্য কাজে লাগানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে। সেই সাথে বর্তমানে বাজারে যেই বিশেষ তহবিলগুলো রয়েছে সেগুলোর মেয়াদ সামনে শেষ হয়ে যাবে। সেগুলোর মেয়াদ বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়েছে। এছাড়া বর্তমানে বাজার যে নিম্নমুখী অবস্থানে রয়েছে সে বিষয়ে ধৈর্য ধারণ করতে বললেন তিনি।

তিনি বলেন, 'পুঁজিবাজার টাস্কফোর্সের দেয়া পরামর্শসহ আরও বেশকিছু কাজ ইতোমধ্যে করা হয়েছে। যার সুফল শীঘ্রই পাওয়া যাবে। তবে সে পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করতে হবে।'

এদিন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকে আসেন বিএসইসি চেয়ারম্যান। এর আগে নিয়োগ পাওয়ার পর প্রথম গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তিনি।

এসএস