বিশেষজ্ঞরা বলছেন, ১৬ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের অর্থনীতির যে ক্ষতি করেছে, তার অন্যতম হচ্ছে প্রবাসী আয়। বিগত সরকারের আমলে অবৈধ পথে রেমিট্যান্স দেশে নিয়ে আসতেন তাদের সহযোগীরা। যে কারণে বৈধ পথে এ আয় অনেকটাই কম আসত। তবে অন্তর্বর্তী দায়িত্ব নেয়ার পর একদিকে যেমন হুন্ডি চক্র আত্মগোপনে রয়েছে, অন্যদিকে আস্থা বৃদ্ধির ফলে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা।
এর আগে, ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলারের কিছুটা বেশি।