আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু মোহাম্মদপুর থেকে উদ্ধার

অপরাধ ও আদালত
0

রাজধানীর আজিমপুরে এক বাসায় ডাকাতির সময় অপহরণ করে নিয়ে যাওয়া শিশুকন্যা জাইফাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারী একজনকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হলো।

আজ (শনিবার, ১৬ নভেম্বর) সকাল ৮টায় গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। এ বিষয়ে দুপুর বারোটায় কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

গতকাল (শুক্রবার, ১৫ নভেম্বর) দুপুরে আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। স্বামী ও সন্তান নিয়ে সেখানে থাকেন তিনি।

এ ঘটনার পরপরই পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে জানান, 'ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা একটি বাচ্চাকেও নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন।'

এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

জানা যায়, ডাকাত দলে একজন নারী ও দু'জন পুরুষ সদস্য ছিলেন। তারা সাবলেট নেয়ার কথা বলে ওই বাসায় ঢোকেন। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও স্বর্ণালংকার নেয়ার পাশাপাশি ফারজানার আট মাসের শিশু জাইফাকে অপহরণ করে নিয়ে যায়।

এসএস