এশিয়া
বিদেশে এখন
0

১৫তম চায়না এয়ার শো: মূল আগ্রহ চীন-রাশিয়ার নতুন ফাইটার জেট

বহুল প্রতীক্ষিত চায়না এয়ার শোর পর্দা ওঠার আগেই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হলো ঝুহাইয়ের জনগণ। যদিও মর্মান্তিক এই ঘটনার পরেও একই শহরে পর্দা উঠেছে এয়ার শো টির। এবারের আসরে অংশ নিয়েছে ৪৭টি দেশের এক হাজার ২২টি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের মূল আগ্রহ চীন ও রাশিয়ার নতুন ফাইটার জেট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে।

সোমবার (১১ নভেম্বর) স্থানীয় সময় রাতে দক্ষিণাঞ্চলীয় শহরটির একটি স্পোর্টস সেন্টারের বাইরে পথচারী ও দর্শনার্থীদের ওপর অতর্কিত গাড়ি তুলে দেন চালক। এতে বার্ষিক আয়োজনের প্রস্তুতির মধ্যেই ঘটনাস্থলে পিষ্ট হন অসংখ্য মানুষ।

ইতোমধ্যে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। গাড়ি চালিয়ে পালানোর সময় অভিযুক্ত ৬২ বছর বয়সী চালককে আটক করেছে পুলিশ। যদিও এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কী না, তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পরেও থেমে নেই ১৫তম চায়না এয়ার শো। এবারের আসরে অংশ নিয়েছে ৪৭টি দেশের এক হাজার ২২টি প্রতিষ্ঠান। হাই এন্ড, অ্যাডভান্সড ও কাটিং এজ সমরাস্ত্র ও সাঁজোয়া যান দেখা গেছে প্রদর্শনীতে। পিপলস লিবারেশন আর্মির আগস্ট ফার্স্ট অ্যারোবোটিক্স টিমের পারফমেন্সের মাধ্যমে পর্দা ওঠে আসরের।

এবারের আসরে প্রদর্শন করা হয়েছে চীনের নতুন স্টিলথ ফাইটার জেট। এক দশক গবেষণা শেষে জে-থার্টি ফাইভ যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমানের সমকক্ষ এটি। যদিও একটি ইঞ্জিন বেশি রয়েছে এই ফাইটার জেটে।

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড সিস্টেমের মতো নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ-১৯ প্রদর্শন করা হবে এবারের আসরে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতে কার্যকরী এই সার্ফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতিটি সিস্টেমে রয়েছে ছয়টি ইন্টারসেপ্টর মিসাইল। যা ভ্রাম্যমাণ কোনো স্থাপনায় ব্যবহার করা সম্ভব।

এছাড়াও রাশিয়ার পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ স্টিলথ ফাইটার জেট জনসমক্ষে প্রথমবারের মতো প্রদর্শনের কথা রয়েছে। আকাশের পাশাপাশি স্থলভাগের জন্য রেকর্ড সংখ্যক সমরাস্ত্র ও সাঁজোয়া যানও প্রদর্শনের তালিকায় রয়েছে।

চায়না নর্থ ইন্ডাস্ট্রিজের বিশেষজ্ঞ মি ইউজুয়ান বলেন, 'এবার ৩০টির বেশি স্থলযান প্রদর্শন হবে। এদের মধ্যে ৩০ শতাংশই প্রথমবারের মতো আনা হবে জনসমক্ষে। মনুষ্যবিহীন সাঁজোয়া যানও এই তালিকায় রয়েছে। এমন উদ্যোগ চায়না এয়ারশোর ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।'

৬ দিনব্যাপী এই এভিয়েশন ইভেন্ট শেষ হবে ১৭ নভেম্বর।

এসএস