ব্যাংকপাড়া
অর্থনীতি
0

আকুর দায় শোধের পর রিজার্ভ নামলো সাড়ে ১৮ বিলিয়নে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ এবার সাড়ে আঠারো বিলিয়নের নিচে নেমে এসেছে।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১৫০ কোটি বা ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এতে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে। আর গ্রস রিজার্ভ ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলারে হয়েছে।

এর আগে দুই মাস পর গত ৬ নভেম্বর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়নে পৌঁছেছিল। আকুর দায় পরিশোধের পর তা ২০ বিলিয়নের নিচে নেমেছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা ছিল ২৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আকু। জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশনের ভৌগোলিক সীমারেখায় অবস্থিত সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের জন্য আকুর সদস্যপদ উন্মুক্ত। এর সদর দপ্তর ইরানের রাজধানী তেহরানে।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ- এ নয়টি দেশ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য ছিল। তবে রিজার্ভ সংকটে পড়ে ২০২২ সালের অক্টোবর মাসে আকু থেকে বেরিয়ে যায় শ্রীলঙ্কা।

আকুর সদস্য দেশগুলো নিজেদের মধ্যে যে আমদানি-রপ্তানি করে, তার দায় দুই মাস পর পর সমন্বয় করে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর