মোদি-জেডি ভ্যান্স বৈঠক; বিভিন্ন বানিজ্যচুক্তিকে স্বাগত জানিয়েছে ভারত-যুক্তরাষ্ট্র

ভ্যান্স এবং তার পরিবারকে সাথে নিয়ে নিজ বাসভবনে প্রবেশ করছেন মোদি
ভ্যান্স এবং তার পরিবারকে সাথে নিয়ে নিজ বাসভবনে প্রবেশ করছেন মোদি | ছবি: এখন টিভি
0

দুই দেশের বাণিজ্যচুক্তির অগ্রগতিকে স্বাগত জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জেডি ভ্যান্সের বৈঠকে জ্বালানি, প্রতিরক্ষা, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো উঠে আসে। সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর জোর দেন দুই নেতা। নিজ কার্যালয়ে ভ্যান্সের পরিবারকে উষ্ণ অভ্যর্থনাও জানান মোদি।

চারদিনের ভারত সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গে স্ত্রী উষা ভ্যান্স ও ৩ সন্তান ইওয়ান, বিবেক ও মিরাবেলকে নিয়ে উপস্থিত হন ভ্যান্স। এ সময় ভ্যান্সকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি।

এক পর্যায়ে ভ্যান্সের ছেলে-মেয়েদের কোলে বসিয়ে মজার আলাপচারিতায় মেতে ওঠেন ভারতের প্রধানমন্ত্রী। পরে তাদেরকে একটি করে ময়ূরের পালক উপহার দেন মোদি। সবাইকে নিয়ে নিজের কার্যালয় ঘুরে দেখান তিনি। পরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডিনারে অংশ নেয় ভ্যান্সের পরিবার। মোদির আতিথেয়তার প্রশংসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন ভ্যান্স।

এরপর দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মোদি ও ভ্যান্স। যেখানে উঠে আসে জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর জোর দেন দুই নেতা।

দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির অগ্রগতিকে স্বাগত জানিয়েছে দুই দেশ।

এছাড়া ভারতীয় পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব রেখেছে মোদি সরকার। এ সময় চলতি বছরের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।

এর আগে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে নয়াদিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করে ভ্যান্স পরিবার। তার দুই ছেলে কুর্তা-পায়জামা এবং মেয়ের গায়ে ছিল আনারকলি স্টাইলের পোশাক।

এরপর রাজস্থানের জয়পুরে আম্বার ফোর্ট পরিদর্শনে যান তারা। রাজস্থানি ঐতিহ্যবাহী নাচ ও গানের মাধ্যমে তাদের বরণ করা হয়। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল হাতির অভিবাদন জানানো।

ষোড়শ শতাব্দীর স্মৃতিস্তম্ভটিও ঘুরে দেখেন তারা। তাদের আগমনে পর্যটকদের প্রবেশ ২৪ ঘণ্টা নিষিদ্ধ ছিল।

বুধবার (২৩ এপ্রিল) আগ্রার তাজমহল দেখতে যাবেন ভ্যান্স। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভারত ছাড়বেন তিনি। এটি ট্রাম্পের বর্তমান প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম ভারত সফর।

এসএইচ