ক্রিকেট
এখন মাঠে
0

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন মমিনুল-তাইজুলরা

ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলতে দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন টেস্ট দলের ছয় ক্রিকেটার। দুবাইয়ে আফগান সিরিজে থাকা দলের সাথে যোগ দিয়ে সেখান থেকে লন্ডন হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবেন তাসকিন-মিরাজরা।

এদিকে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে কথা বলেছেন টেস্ট ওপেনার সাদমান ইসলাম। দলে কোচ সালাউদ্দিনের সংযুক্তি টাইগারদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করেন এই ক্রিকেটার।

এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে বিসিবি। ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পান শান্ত। তার পরিবর্তে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন মেহেদি মিরাজ। তবে শান্তর বিকল্প কে হবেন সেটি এখনও জানায়নি বিসিবি।

২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২ টেস্ট সিরিজের পর ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু'দল।

এএইচ