সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দিচ্ছি। পাঁচ দফা গণঅভ্যুত্থান বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।'
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, 'হাসিনা ফ্যাসিস্ট রিজিমের অংশ এখনও বঙ্গভবনে আছে, চুপ্পুকে দ্রুতই অপসারণ করতে হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টি ব্যতীত অন্যান্য দলের সমন্বয়ে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি।'
হাসনাত আব্দুল্লাহ বলেন, 'যারা গণঅভ্যুত্থানের পক্ষে তারা ৭২ এর সংবিধান মেনে নিতে পারে না। বাকশালী সংবিধান ২০২৪ পরবর্তী বাংলাদেশে প্রাসঙ্গিক নয়। বিএনপিকে স্পষ্ট করতে হবে তারা মুজিববাদী সংবিধানের পক্ষে না বিপক্ষে।'
রাষ্ট্রপতি অপসারণ, আওয়ামী লীগ-ছাত্রলীগ নিষিদ্ধ ও ৭২ এর সংবিধান বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া বাকি সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
তিনি আরও বলেন, 'একদিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।'