মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলি হামলার ভয়ে শহর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা

লেবাননে এবার স্থল অভিযান শুরু করলো ইসরাইলি বাহিনী। তাদের দাবি হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে সীমিত পরিসরে এই অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে, রাজধানী বৈরুতজুড়ে অব্যাহত রয়েছে তীব্র বিমান হামলা। এতে সোমবার (৩০ সেপ্টেম্বর) একদিনেই মারা গেছেন অন্তত ৯৫ জন। এদিকে হামলার ভয়ে শহর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা। ইসরাইলি আগ্রাসন থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া ও ইরান।

মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফিলিস্তিনিদের পক্ষে ছায়া যুদ্ধে অংশ নিয়ে এরইমধ্যে ইসরাইলের শত্রুতে পরিণত হয়েছে লেবানন, ইয়েমেন ও ইরান। হামাস নির্মূলের নামে গাজা উপত্যকাকে রীতিমতো ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে ইসরাইল। এবার তাদের নজর পড়েছে লেবাননের দিকে।

গত কয়েকদিনে বিমান ও রকেট হামলার পাশাপাশি বিভিন্ন ডিভাইসে বিস্ফোরক দ্রব্য ঢুকিয়ে হত্যা করা হয় লেবাননের কয়েক হাজার মানুষকে। শুধু তাই না ইসরাইলি বিমান হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহসহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা। এবার লেবাননের ভেতরে স্থল আক্রমণ শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে সীমিত পরিসরে এই অভিযান পরিচালনা করা হবে। ইসরাইল সম্প্রদায়ের জন্য হুমকি এমন সব গোষ্ঠীর বিরুদ্ধে তাদের এই অভিযান। অভিযান শুরুর আগে বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বেসামরিক নাগরিকদের হত্যা করা তাদের উদ্দেশ্য নয় বলে জানায় ইসরাইলি সেনারা।

এদিকে, ইসরাইলি হামলা ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন লেবাননের বাসিন্দারা। অনেকেই আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে।

স্থানীয় বলেন, 'লেবাননের অবস্থা ভয়াবহ। রাজধানী বৈরুতে প্রতিদিন বোমা হামলা হচ্ছে। খুব কঠিন সময় যাচ্ছে। আমাদের কাজ নেই, ঘুম নেই, কিছুই নেই। আমরা শান্তিপ্রিয় মানুষ বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। আমরা যুদ্ধ, সংঘাত চাই না। আমরা কেবল শান্তি চাই।'

এদিকে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখার আহ্বান জানান মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। লেবাননে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এদিক, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তুর্কিয়ে প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, 'ইসরাইল-লেবাননের চলমান সংঘাত নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছি। আমরা উভয়ই অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছি। চলমান সংঘাত নিরসনে সর্বোত্তম উপায় হল একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা। এই অঞ্চলে উত্তেজনা কমাতে দুই পক্ষকেই আহ্বান জানাচ্ছি।'

এদিকে, ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ইরানের কয়েক হাজার বাসিন্দা। হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে তেহরানের রাস্তায় জড়ো হন তারা। এছাড়া, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে আলোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

হামাসের মতো হিজবুল্লাহকে নির্মূল করার নামেই লেবাননে হামলা শুরু করেছে ইসরাইল। তবে সীমিতি পরিসরে বললেও, ইসরাইলিদের বহরে আছে ১৮টি ব্রিগেড। যেখানে সেনা সংখ্যা ৭০ হাজার থেকে এক লাখ পর্যন্ত।

এসএস