গাজার উত্তরাঞ্চলের স্কুলে ইসরাইলি হামলায় ১৮ শিশুসহ ৩৩ জন নিহত

এশিয়া
বিদেশে এখন
0

গাজার উত্তরাঞ্চলের স্কুলে ইসরাইলি হামলায় ১৮ শিশুসহ ৩৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গেল একদিনে উপত্যকায় প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ।

আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত স্কুল ভবনগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরাইলি বাহিনী। এসব আশ্রয় শিবিরে বসবাসকারীর বেশিরভাগই নারী ও শিশু।

এর পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে স্থল অভিযান পরিচালনা করছে ইসরাইলিরা। তাদের হামলায় গাজার উত্তরে পানি বিশুদ্ধিকরণ একটি প্লান্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে দেখা দিয়ে বিশুদ্ধ পানির সংকট।

এদিকে, হামাস-ইসরাইল সংকট নিয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় ইসরাইলকে জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এএইচ