আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত স্কুল ভবনগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইসরাইলি বাহিনী। এসব আশ্রয় শিবিরে বসবাসকারীর বেশিরভাগই নারী ও শিশু।
এর পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে স্থল অভিযান পরিচালনা করছে ইসরাইলিরা। তাদের হামলায় গাজার উত্তরে পানি বিশুদ্ধিকরণ একটি প্লান্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে দেখা দিয়ে বিশুদ্ধ পানির সংকট।
এদিকে, হামাস-ইসরাইল সংকট নিয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সময় ইসরাইলকে জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।