মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

গাজা উপত্যকায় আবারও ২৭ ফিলিস্তিনির মৃত্যু

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে খান ইউনিসেই নিহত হয়েছেন ১৩ জন ফিলিস্তিনি।

পুরো গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়ায় সাধারণ ফিলিস্তিনিরা বলছেন, গাজায় আর কোনো নিরাপদ স্থান অবশিষ্ট নেই।

এদিকে, দক্ষিণাঞ্চলের আল মাওয়াসিতে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আর আল জাজিরা সানাদ এজেন্সি বলছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দেয়া দুই হাজার পাউন্ডের এম কে এইট ফোর বোমা দিয়ে হামলা চালিয়েছে আইডিএফ।

সেই হামলায় মৃত্যু হয়েছে ১৯ ফিলিস্তিনির। পশ্চিমতীরেও আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর