বিদেশে এখন
0

ভারতের আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে

গেল তিনদিনে পুরো বছরের গড় বৃষ্টির চেয়েও বেশি বৃষ্টি দেখলো গুজরাটবাসী। এতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটি। আকস্মিক এই বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। রাজ্যের অধিকাংশ এলাকায় জারি রেড করা হয়েছে অ্যালার্ট। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবার কোনো সম্ভাবনা নেই বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে রাতভর বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী নয়াদিল্লির অধিকাংশ এলাকা।

ভারি বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গুজরাট। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে হুহু করে বাড়ছে পানি, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল।

কোথাও কোমর পানি, কোথায় পানি ঠেকেছে বুক পর্যন্ত। খালি চোখে নদী আর রাস্তার পার্থক্য বের করাও কঠিন। বানের তোড়ে ভেসে গেছে অসংখ্য মোটরযান। নিচু বাড়ির ক্ষেত্রে পানি ছুয়েছে ছাঁদ। ঘরের চালে আশ্রয় নিয়েছে কুমির। আকস্মিক এই বন্যায় মানবেতর দিন পার করছেন অসংখ্য মানুষ। অনেকেই প্রাণ বাঁচাতে ছেড়েছেন সহায় সম্বলের মায়া।

এত দুরের পথ পানির মধ্যে হেঁটে এসেছি। পানির উচ্চতা কোমর ছাড়িয়েছে। খাবারের যোগান নিজেদেরই করতে হবে। কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসছে না। কিছু বুঝে ওঠার আগেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছিলো। কিছু নিয়ে বের হতে পারিনি। নগদ অর্থ বাড়িতে ফেলে চলে আসতে হয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে কয়েকদিন ধরে আরব মহাসাগরে অবস্থান করা নিম্নচাপটি পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবেই ঝড়ছে অঝোর বৃষ্টি। শিগগিরই বৃষ্টি থামার কোনো সম্ভাবনা নেই। রাজ্যের ১১টি জেলায় জারি আছে রেড অ্যালার্ট। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় রাজ্যটিতে গেল ২ মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিকের তুলনায় ৪০ শতাংশ বেশি বলেও জানানো হয়। আর গেল তিনদিনে বৃষ্টির পরিমাণ ছিলো বার্ষিক গড় বৃষ্টির চেয়ে প্রায় ১০৫ শতাংশ বেশি।

আইএমডির আবহাওয়াবিদ রামাশ্রয় যাদব বলেন, ‘১ জুন থেকে ২৮ আগস্ট পর্যন্ত গুজরাটে বৃষ্টি হয়েছে ৭৯৭ মিলিমিটার। এসময় স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৫৬৯ মিলিমিটার। তাই সার্বিকভাবে ৪০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।’

বিপৎসীমার ওপর দিয়ে বইছে রাজ্যের ২৪টি নদী ও ১৪০টি জলাধারের পানি। উচ্চ সতর্কতায় রাখা হয়েছে ১২২টি বাঁধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। রাজ্য সরকার বলছে, বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৪০ হাজারের বেশি মানুষকে। এসডিআরএফ, এনডিআরএফের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী। গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনালাপে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, রাতভর ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে রাজধানী নয়াদিল্লি। চলতি মাসে রাজধানীতে রেকর্ড করা হয়েছে প্রায় ৩শ মিলিমিটার বৃষ্টিপাত, যা গেল এক যুগের মধ্যে সর্বোচ্চ। তাপমাত্রা নেমে গেছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে দেখা গেছে অসহনীয় যানজট। তবে উত্তর প্রদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো তথ্য দিতে পারছে না আইএমডি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর