মরুভূমিতে তুষারপাত! শুনতে অবিশ্বাস্য মনে হলেও গেল নভেম্বরে প্রথমবারের মতো বিরল এই দৃশ্য দেখছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বাসিন্দারা।
গালফ নিউজের প্রতিবেদন বলছে, শীতকালীন ছুটির এই মৌসুমে দেশটির উত্তরাঞ্চলের তাপমাত্রা আরও নেমে যেতে পারে। তাবুক, আল জৌফ ও উত্তর সীমান্তে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
এক্স বার্তায় সৌদির আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাস দিয়েছে মক্কা, মদিনা হাইল, আল কাসিম, রিয়াদ ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টির পাশাপাশি ধূলিঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
শীতের কারণে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লীর বিমান পরিষেবা। শুক্রবার (৩ জানুয়ারি) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রায় ৪ শতাধিক বিমান ছাড়তে দেরি হওয়ার পর আজ (শনিবার, ৪ জানুয়ারি) সকালেও অন্তত ৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, শনিবার সকালে সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয় ইন্ডিগো এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট। এছাড়া, অবতরণের সময়ও অতিরিক্ত ঝক্কি পোহাতে হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, কুয়াশার কারণে ফ্লাইট বিলম্বের একই চিত্র ছিল শ্রীনগর বিমান বন্দরে। ভারতের জম্মু- কাশ্মীর ও লাদাখে ভারি তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
উত্তরপূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে তাপমাত্রা ৬ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এছাড়া উত্তর প্রদেশ, আসাম, মেঘালয়, তেলেঙ্গানা ও কর্ণাটকে শীত বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। উত্তর ভারতে কুয়াশার কারণে অর্ধশতাধিক ট্রেন বিলম্বিত হয়েছে বলে জানাচ্ছে রেলওয়ে বিভাগ।
শীতের তাণ্ডব চলছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পেশোয়ারে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাকিস্তান অবজারভার বলছে, চলতি সপ্তাহে দেশটিতে বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশে পৌঁছাতে পারে। লাহোরে তাপমাত্রা নেমে আসতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে।
একদিকে কুয়াশা আরেকদিকে স্মগ এফেক্টের কারণে গেল ডিসেম্বর থেকে এই অঞ্চলের বায়ুমান নিয়ে উদ্বেগে আছেন স্থানীয়রা। এছাড়া, লাহোর ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় তীব্র শীতের মধ্যেই আগামী ৬ জানুয়ারি পর্যন্ত ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
এদিকে কানাডা আর যুক্তরাষ্ট্রের দিকে ধেঁয়ে আসছে এই দশকের সবচেয়ে ভয়াবহ শীতকালীন ঝড়। শুক্রবার স্যাটেলাইটের ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানায়, মিড ওয়েস্ট অঞ্চল থেকে আসা ঘূর্ণি বাতাসের কারণে ৬ জানুয়ারি থেকে সেন্ট্রাল প্লেইন ও মিড অ্যাটলান্টিক এলাকা জুড়ে ভারি তুষারপাতের আশঙ্কা আছে।
এতে করে আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সংকটে পড়তে পারেন কয়েক লাখ মানুষ। মার্কিন আবহাওয়া দপ্তর আরও জানায়, আগামী সপ্তাহে ভারি তুষারপাত ও শৈত্য প্রবাহের কবলে পড়তে যাচ্ছে ৪০টি অঙ্গরাজ্যের অন্তত ২৫ কোটি বাসিন্দা।
বিশেষ করে সপ্তাহান্তে মিসৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা ও কেন্টাকিতে তাপমাত্রা হিমাঙ্কের আরও নিচে পৌঁছাবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।