ভারতের আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে
গেল তিনদিনে পুরো বছরের গড় বৃষ্টির চেয়েও বেশি বৃষ্টি দেখলো গুজরাটবাসী। এতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটি। আকস্মিক এই বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। রাজ্যের অধিকাংশ এলাকায় জারি রেড করা হয়েছে অ্যালার্ট। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবার কোনো সম্ভাবনা নেই বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে রাতভর বৃষ্টিতে ডুবে গেছে রাজধানী নয়াদিল্লির অধিকাংশ এলাকা।