ক্রিকেট
এখন মাঠে
0

সিডনিতে দিনশেষে ভারতের চেয়ে ১৭৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া

সিডনিতে সিরিজের শেষ টেস্টের প্রথম দিন শেষে ভারতের চেয়ে ১৭৬ রানে পিছিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ইনিংসে সফরকারীদের ১৮৫ রানে অলআউট করে অজিরা।

ফিটনেস ও ফর্ম নিয়ে বিতর্কে থাকা অধিনায়ক রোহিত শর্মাকে বাদ দিয়ে জসপ্রিত বুমরাহর নেতৃত্বে মাঠে নামে ভারত। রোহিতের বদলে একাদশে সুযোগ পেয়ে তিনি করেছেন ২০ রান।

টস জিতে ব্যাটিং নেওয়া ভারতের শুরুটাই হয় বাজে। ১১ রানে প্রথম উইকেট হারানো সফরকারীরা ৭২ রান তুলতেই হারান ৪ উইকেট। যশস্বী জয়সওয়াল হন ব্যর্থ, ৪ রান করে ফেরেন কেএল রাহুল।

চারে নামা কোহলির ব্যাটে আসে ১৭ রান। পরের দিকে জাদেজা, ওয়াসিংটন সুন্দরও পারেননি রান বড় করতে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিতীশ কুমার এদিন করেন গ্লোডেন ডাক।

শেষদিকে স্টার্ক-বোলান্ডদের আগুনে উপেক্ষা করে দলীয় রান দেড়শ পেরোয় বুমরাহর ২২ রানে। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও।

৯ রানের মাথায় উসমান খাজাকে ফেরান বুমরাহ। এরপরেই দিনের খেলা শেষ ঘোষণা দেন আম্পায়াররা।

এএম