এর আগে, প্রথম ইনিংসে ১৮১ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই উইকেট হারাতে থাকে প্যাট কামিন্সের দল। ইনিংসে লাবুশেন, ট্র্যাভিস হেডরা দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি।
অভিজ্ঞ স্টিভ স্মিথ ক্রিজে সেট হলেও ৩৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। সবার আসা যাওয়ার মিছিলের মাঝেই অভিষেক ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন ওয়েবস্টার। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন এই অলরাউন্ডার।
দ্বিতীয় ইনিংসে ভারতও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। যদিও টিম ইন্ডিয়ার শুরুটা ভালো ছিল। জয়সোয়াল-রাহুল বড় জুটির আভাস দিলেও ৪২ রানে প্রথম উইকেট হারায় ভারত।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দেড়শোর কাছাকাছি লিড নেয় জাসপ্রিত বুমরাহ'র দল। সফররতদের হয়ে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৩৩ বলে সর্বোচ্চ ৬১ রান করেন রিশভ পন্ত।