মার্কিন আবহাওয়া দপ্তর জানায়, শনিবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল থেকে শুরু হওয়া শীতকালীন ঝড়ের প্রভাবে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা আশঙ্কাজনক হারে কমেছে।
আগামী কয়েকদিনের মধ্যে ঝড়টি পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেয়া হচ্ছে। এরফলে, সেন্ট্রাল প্লেইন ও মিড অ্যাটলান্টিক এলাকা জুড়ে ভারি তুষারপাত হতে পারে।
ধারণা করা হচ্ছে, বৈরি আবহাওয়ার কারণে আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস সংকটে পড়তে পারে কয়েক লাখ মানুষ।
মার্কিন আবহাওয়া দপ্তর আরও আশঙ্কা করছে, আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে ৪০টি অঙ্গরাজ্যের অন্তত ২৫ কোটি বাসিন্দা।
তাপমাত্রা নেমে আসতে পারে গেল গেল এক যুগের মধ্যে সর্বনিম্নে।