এরপর বিমানটি মাটিতে পড়ে সশব্দে বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ঘরবাড়ি। বিমানে ছিলেন ২ জন থাই ক্রু, ৫ জন চীনা ও ২ জন থাই নাগরিক।
আরোহীদের মৃতদেহ আর বিমানের ব্ল্যাকবক্সের খোঁজ করছেন পুলিশের ফরেনসিক টিম আর উদ্ধারকর্মীরা।
থাইল্যান্ডে বিমান দুর্ঘটনায় ৯ আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্যাংককের পূর্বে ১০০ কিলোমিটার দূরে চাচোয়ংসাও প্রদেশে ক্রু এবং আরোহীসহ চাটার্ড বিমানটি বিধ্বস্ত হয়। সূবর্ণভূমি বিমানবন্দর থেকে উড্ডয়নের ১১ মিনিটের মধ্যে কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে।
এরপর বিমানটি মাটিতে পড়ে সশব্দে বিস্ফোরিত হয়, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ঘরবাড়ি। বিমানে ছিলেন ২ জন থাই ক্রু, ৫ জন চীনা ও ২ জন থাই নাগরিক।
আরোহীদের মৃতদেহ আর বিমানের ব্ল্যাকবক্সের খোঁজ করছেন পুলিশের ফরেনসিক টিম আর উদ্ধারকর্মীরা।
tech