বাজেটের সংবাদ
বাজেট ২০২৪-২৫

বাজেটে দাম কমছে যে সব পণ্যের

নতুন প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন এ বাজেট উত্থাপন করেছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রস্তাবিত প্রথম বাজেট।

নতুন প্রস্তাবিত এ বজেটে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। এছাড়া কিডনি ডায়ালাইসিসের খরচ ও ডেঙ্গু কিটের দাম কমতে পারে।

এছাড়াও প্যাকেটজাত গুড়া দুধ, ল্যাপটপ এবং কার্পেটের দাম কমানোর জন্য এই বাজেটে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

ল্যাপটপের আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে আমদানি পর্যায়ে আরোপিত মূসক প্রত্যাহারের প্রস্তাব দেয়া হয়েছে। এতে ল্যাপটপ আমদানিতে মোট করভার ৩১ শতাংশ থেকে কমে ২০ দশমিক ৫০ শতাংশে দাঁড়াবে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, '১৫ শতাংশ কর দিয়ে জুলাই থেকে এক বছরের জন্য কালো টাকা সাদা করার সুযোগ থাকবে।'

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর