অর্থনীতি
0

রাজধানীতে বসছে ২০টি কোরবানির পশুর হাট

ঈদুল-আজহার বাকি মাসখানেকের কম সময়। এরই মধ্যে কোরবানির হাটের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এবার রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলে ২০টি পশুর হাট বসতে যাচ্ছে।

হাটের সরকারি মূল্য, সিডিউল মূল্য, পরিচ্ছন্নতা ফিসহ বিভিন্ন তথ্য নিয়ে ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এতে দেখা যায়, এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি হাট বসছে। আর উত্তর সিটি করপোরেশনে হাট বসছে নয়টি। এরই মধ্যে কয়েকটি হাটে ইজারাদারের কার্যাদেশ দেয়ার কাজও শেষ হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাটারা সুতিভোলা খালসংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গাসংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন বউ বাজার, বাড্ডা ইস্টার্ন হাউজিং, মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং, মোহাম্মদপুর বসিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা এবং খিলক্ষেত মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গায় এবার হাট বসতে যাচ্ছে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন এলাকা, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গায় হাট বসতে যাচ্ছে।

দক্ষিণ সিটির কোরবানির হাটের প্রস্তুতি কার্যক্রম প্রায় শেষের দিকে। মেয়র জানান, বর্তমানে হাটের ইজারা নিয়ে কাজ করছেন তারা। এছাড়াও আলাদাভাবে গুরুত্ব দেয়া হবে হাটের বর্জ্য কত দ্রুত অপসারণ করা যায়।

শেখ ফজলে নূর তাপস বলেন, 'হাট এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি চলছে। এবার ১০টি হাট দিচ্ছি, এরমধ্যে তিনটির প্রক্রিয়া প্রায় শেষ। বাকিগুলোর ইজারা কার্যক্রম চলমান আছে। আগের চেয়ে আমাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গতবারের চেয়ে এবার আরও বেশি সুফল দিতে পারবো।'

এদিকে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে নয়টি হাটের ইজারা কার্যাদেশ দিয়ে বিজ্ঞপি প্রকাশ করা হয়েছে। গাবতলী হাট নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও শেষ পর্যন্ত গাবতলীতে হাট বসতে যাচ্ছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী অংশের রাস্তা প্রশস্ত করায় এবার হাটের আকার কিছুটা ছোট হচ্ছে। এবারও উত্তর সিটির হাটগুলোতে থাকছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম।

উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, 'হাট নিয়ে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। আমরা সেগুলো মোকাবিলা করি। গতবছর গাবতলী হাটে ইজারা ছিল ৮ কোটি আর এবার পেয়েছি ২০ কোটি টাকা। হাটগুলোকে সুন্দর ব্যবস্থাপনা করতে নগরবাসীর সহযোগিতা চাই।'

রাজধানীর হাটগুলোর বর্জ্য বা হাটের পশুর স্থান কোনভাবেই যেন পরিবেশের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেয় পরিবেশ মন্ত্রণালয়। জানান দুই সিটি করপোরেশনের সাথে সমন্বয় করার কাজ চলছে।

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, 'দুই সিটির মেয়রের সাথে কথা বলছি কিভাবে দূষণ কমানো যায়। ঢাকায় অনেক কিছু সীমিত আকারে আছে। এ বিষয়টা আমরা অবশ্যই দেখবো।'

এদিকে আফতাবনগরের দুটি হাট নিয়ে অনেক বছর যাবতই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছে। উচ্চ আদালতে হাটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে হাইকোর্ট আফতাব নগরের দুটি হাটের ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর