৭ কলেজের অন্তর্বর্তী প্রশাসক নিয়োগের বিষয়টি এখন টিভিকে নিশ্চিত করে ইউজিসি চেয়ারম্যান আগামীকালের (সোমবার, ১৮ মে) মধ্যে প্রজ্ঞাপন জারির আশা করেন। আর ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন রোববার বিকেলে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১৬ সালে ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে নানান বৈষম্যের কারণে অধিভুক্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে গত ২৭ জানুয়ারি অধিভুক্ত বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আর এ ৭ কলেজকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয় গঠনের আগ পর্যন্ত এ সাত কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে।