আজ সকাল থেকেই ঢাকাবাসীর ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে থাকে ইশরাক সমর্থিত কর্মীরা। নগর ভবনের প্রধান ফটক আটকে ট্রাকের ওপর সাউন্ড সিস্টেম বসিয়ে জাতীয় সংগীত পরিবেশনের পর গানের আসর বসায় তারা।
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার ২২ দিন পার হলেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিলম্ব করাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেন ইশরাক সমর্থকরা।
এ সময় অনতিবিলম্বে দাবি মানা না হলে এই ব্লকেড কর্মসূচির মাধ্যমে পুরো ঢাকা অচল করে দেয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।