নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানার দুটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এর আগে সিদ্ধিরগঞ্জ থানার ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার কর্মকর্তা এস আই আব্দুস সামাদ এবং ১৩ সেপ্টেম্বর অপর একটি বিস্ফোরক আইনের মামলার বাদী এস আই সোহেল পৃথক দুটি মামলার আসামি আইভীকে শোন অ্যারেস্টের আবেদন করে।
এ সময় সাবেক মেয়র আইভীকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল উপস্থিত রাখা হয়। আলাদত দুটি মামলার শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরী সাবেক মেয়র আইভীকে দুটি মামলায় গ্রেপ্তারের আদেশ দেন। একই সাথে বাকি দুটি মামলায় তাকে দ্রুত গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
আইভীর আইনজীবী আওদাল হোসেন জানিয়েছেন, আইভীর বিরুদ্ধে ৫টি মামলার মধ্যে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা কার্যক্রম পরিচালিত করতে আমরা আবেদন করেছি বাকি দুটি মামলায় তাকে দ্রুত গ্রেপ্তার দেখানো হোক। আদালত তা আমলে নিয়ে দ্রুত গ্রেপ্তার দেখাতে আদেশ দিয়েছেন।