বুধবার রাজধানী তেহরানে শ্রদ্ধা নিবেদন করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ৫ শহরে জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মাশহাদ শহরে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে।
এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের জনগণের গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতা রক্ষায় নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী জো বাইডেন সরকার।
যদিও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিলো না বলে দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। আগামী ২৮ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট।