আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

বস্ত্রখাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

দেশের বস্ত্রখাতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা দেয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ (রোববার, ১২ মে) নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বস্ত্রখাতে সিএমটি (কাট, মেক অ্যান্ড ট্রিম) পদ্ধতিতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা দেয়ার বিষয়ে গত বছরের ২৩ জুলাইয়ের এফই সার্কুলার পত্র নম্বর ৭-এর প্রতি মনোযোগ আকর্ষণ করা হচ্ছে। এছাড়া সরকারি সিদ্ধান্তক্রমে উল্লেখিত এফই সার্কুলার পত্রটির বিষয়ে অধিক স্পষ্ট করার লক্ষ্যে নির্দেশনা জারি করা হলো।

এতে বলা হয়, সার্কুলার পত্রের ২(খ) উপ-অনুচ্ছেদে উল্লেখিত রপ্তানি পণ্যের নীট এফওবি মূল্য নির্ণয়ের ক্ষেত্রে অন-নো-কস্ট ভিত্তিতে আমদানিকৃত উপকরণের কাস্টমস কর্তৃপক্ষের মূল্যায়িত মূল্যের সঙ্গে প্রত্যাবাসিত সিএমটি মূল্য এফই সার্কুলার পত্র নং ০৭/২০২৩-এর ০২(ক) অনুসারে যোগ করতে হবে। সিএমটি মূল্যের মধ্যে রপ্তানিতে ব্যবহৃত ব্যাক-টু-ব্যাক পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতির আওতায় সংগৃহীত উপকরণের মূল্য অন্তর্ভুক্ত থাকে, সেজন্য ওই মূল্য নীট এফওবি মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যোগ হবে না।

সার্কুলার পত্রের ২(গ) উপ-অনুচ্ছেদে উল্লেখিত সূত্রের ক্ষেত্রে সিএমটি মূল্যের মধ্যে স্থানীয় ব্যাক-টু-ব্যাক এলসি বা অন্য কোনো পদ্ধতির আওতায় স্থানীয়ভাবে সংগৃহীত উপকরণের মূল্য অন্তর্ভুক্ত থাকলে ওই উপকরণের মূল্য সিএমটি মূল্যের সঙ্গে যোগ হবে না।

এছাড়া এক্ষেত্রে ওই সিএমটি মূল্যের মধ্যে ব্যাক-টু-ব্যাক এলসি বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সংগৃহীত বিদেশি উপকরণের মূল্য অন্তর্ভুক্ত থাকলে ওই মূল্য সিএমটি মূল্য থেকে বাদ দিতে হবে। ফলে স্থানীয় মূল্য সংযোজনের হার সিএমটি মূল্য সিএমটি মূল্যের মধ্যে ব্যাক-টু-ব্যাক এলসি/অন্য কোনো পদ্ধতিতে সংগৃহীত বিদেশি উপকরণের মূল্য (যদি থাকে) ১০০ রপ্তানি পণ্যের নির্ণিত নীট এফওবি মূল্য উল্লেখিত ২(ক) অনুসারে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বস্ত্রখাতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা সংশ্লিষ্ট সার্কুলারের অন্যান্য প্রযোজ্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।