দেশে এখন

তৃণমূলকে লক্ষ্য রেখেই উন্নয়নের পরিকল্পনা করে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তৃণমূলকে লক্ষ্য রেখেই উন্নয়নের পরিকল্পনা করে সরকার। আর মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য।’

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে নবনির্বাচিত মেয়র-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একথা বলেন।

সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের সরকার গঠন করা সহজ ছিল না। গণতান্ত্রিক অধিকার আদায় করতে গিয়ে বহু নেতাকর্মী নির্যাতিত হয়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট মোকাবিলায় সজাগ থাকতে হবে। একইসঙ্গে উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়লে খাদ্য ও পুষ্টির অভাব হবে না। আর মূল্যস্ফীতি বাড়ায় সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে। কষ্ট লাঘবে সুলভ মূল্য পণ্য বিতরণ করছে সরকার।’

আর অর্থনৈতিক সংকট বিবেচনায় সরকারি প্রতিষ্ঠানে ইফতার পার্টি বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী এসময় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার পাশাপাশি পরিকল্পিত নগর গড়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কয়েম করেছে সরকার। আর জনগণের সেবক হিসেবে কাজ করেছি বলেই দেশে এতো উন্নতি হয়েছে।’

এছাড়া প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও পানি ব্যবহারে মিতব্যয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

এই সম্পর্কিত অন্যান্য খবর