বিপিএল প্লে -অফসে বাদ পড়া দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা খেলোয়াড়রা মাঠে করছেন পরিশ্রমী অনুশীলন। দলের বাকি খেলোয়াড়রা বিপিএল এর ফাইনাল শেষ করে যাচ্ছে সিলেটে।
মাঠে হেড কোচ হাথুরুসিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পস নেমেছেন দলের সাথে অনুশীলনে। ছন্দে থাকা দলের খেলোয়াড়রা নতুন ব্যাটিং-বোলিং কোচের সান্নিধ্যে শিখতে চাইছেন ভিন্ন কিছু।
বল হাতে নিয়ে গভীর চিন্তায় মগ্ন সাবেক এই বারমুডার ক্রিকেটার। টি-টোয়েন্টিতে প্রথম জয়ের ফন্দি আঁটছেন ডেভিড হ্যাম্পস। নেটে ভালো শট খেলায় বিজয়কে একদম পাশে থেকে বাহবা দিচ্ছেন তিনি। নিরীক্ষা করছেন নাইম-শান্তদের ব্যাটিংও।
হেড কোচ হাথুরুসিংহেও নেটে পরাস্ত করছেন নাইমকে। ছোট বড় ভুলও ধরিয়ে দিচ্ছেন ব্যাটিং এ। তাসকিন-শরীফুল-মেহেদী বোলিং কোচ অ্যাডামস এর নেতৃত্বে শান দিয়ে নিচ্ছেন নিজেদের বোলিং এ।
তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে'র পাশাপাশি দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা দল। ২৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা দল সিলেটে এসে পরের দিনই গ্রাউন্ড টু তে ঐচ্ছিক অনুশীলনে নামে তারা।
লম্বা সময় পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসে বেশ সিরিয়াস সফররতরা। আফগানদের ঘরের মাটিতে হারিয়ে পরীক্ষা এবার সিলেটে। বিকেল ৩ টায় খোশমেজাজে অনুশীলনে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
বাংলাদেশের মাটিতে দীর্ঘ ৭ বছর পর কোনো টি-টোয়েন্টি সিরিজ খেলার অপেক্ষায় দ্বীপ রাষ্ট্রটি। তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে সোমবার।




