কৃষি
0

আম, আনারস, কাঁঠাল ও সবজি রপ্তানিতে বড় সম্ভাবনা

আম, আনারস, কাঠাল, সবজিসহ মাছ রপ্তানিতে বড় সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। তবে সেজন্য দেশে নিরাপদ কৃষি অর্থাৎ গ্যাপ (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস) বাস্তবায়ন জরুরি বলে জানান তারা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)'র সভাপতি মাহবুবুল আলম।

এসময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, 'সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে চীনের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি অন্যান্য কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনাও রয়েছে। এক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি।'

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, 'আধুনিক সরবরাহ ব্যবস্থা, কুল চেইন, আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি গড়ে তুলতে পারলে আমাদের কৃষিখাত জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে।'

 এ সময় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ বলেন, 'জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষিখাতের উন্নয়নের বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি মন্ত্রণালয় নিষ্ঠার সাথে কাজ করে চলেছে। বেসরকারিখাতকে সাথে নিয়ে মন্ত্রণালয়ের কর্মতৎপরতা আগামীতে আরও গতিশীল হবে।'

কৃষির উন্নয়নে মন্ত্রণালয়ের গৃহীত কর্ম-পরিকল্পনা বিষয়ে অবহিত করতে এফবিসিসিআই-কে নিয়ে একটি সেমিনার আয়োজন করা হবে বলে জানানো হয় সৌজন্য সাক্ষাতে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর ও সরকারি কর্মকর্তাবৃন্দ।