রাশিয়ার দাবি- দোনেৎস্ক, ক্রাস্নি লিমান, কুপিয়ান্সকসহ ইউক্রেনের কয়েকটি হামলার চেষ্টা রুখে দিয়েছে রুশ সেনারা। ইউক্রেনের সেনাবাহিনীর একটি এসইউ-২৫ উড়োযানও ধ্বংসের দাবি করেছে মস্কো।
অন্যদিকে কিয়েভের দাবি, ২৪ ঘণ্টায় অর্ধশত অঞ্চলে রুশ সেনাদের সঙ্গে সংঘাত হয়েছে ইউক্রেনের সেনাদের। কয়েকটি রুশ হামলা আটকে দিয়েছে ইউক্রেনের সেনারা। এদিকে নতুন করে আরও ২শ' বন্দিবিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন।
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ৫১ বার বন্দিবিনিময় করেছে দেশ দু'টি।