পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কয়েকজন যুবক তার গতি রোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় এবং অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন:
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘কারা এবং কী কারণে এটি করেছে। এ হত্যাকাণ্ড বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে আছে।’





