সুনামগঞ্জের দিরাইয়ে চোর বলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

আহতরা
আহতরা | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের দিরাইয়ে চোর বলাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাকিতপুরে গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইসলাম উদ্দিন (৫৫) উপজেলার সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাকিতপুর গ্রামের তদরিছ সরদারের ছেলে সাইদুর রহমান ও আলী সরদারের ছেলে শাহিনুর রহমান নামের দুই বন্ধুর মধ্যে বিকেলে চোর ডাকাডাকি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন:

ফলে এই জেরকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ইসলাম উদ্দিন নামে একজন গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবিরকে সংঘর্ষের নিহত সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সাকিতপুরে দুই পক্ষের সংঘর্ষ চলছে এমন খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে চোর ডাকাডাকিকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসলাম উদ্দিন নামে একজন নিহত হয়েছেন।’

সেজু