আশুলিয়ায় গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ঢাকার আশুলিয়ায় গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে মাইশা নামের এক শিশু নিহত হয়েছে। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মান্নান বাড়িটির কেয়ারটেকার। এ বাড়িটিতে বেলুনে গ্যাস ভরে পাইকারি ও খুচরা বিক্রি করতেন তিনি। প্রতিদিনের মতো আজও সকালে বেলুনে গ্যাস ভরছিলেন তিনি। এসময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মান্নানের নাতনি মাইশা নিহত হয়।

আরও পড়ুন:

সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির মান্নানের ভাড়া করা বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএস