ঘুরতে আসলেও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর রওজা জিয়ারতের পাশাপাশি অনেকে নামাজও আদায় করেন।
আল্লাহর দরবারে দোয়া ও ফরিয়াদের মধ্য দিয়ে যেমন সময় কাটছে, তেমন ইসলামের ঐতিহাসিক স্থান ঘুরে দেখছেন সবাই।
মদিনায় ঘুরতে আসা এক মুসল্লি বলেন, ‘এখানে পরিবার নিয়ে ঘুরতে এসে খুব ভালো লাগছে।’
পবিত্র নগরীতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মুসল্লিরা প্রায় সময়ই আসেন। আকাশপথের পাশাপাশি সড়কপথেও মক্কা-মদিনায় তারা ছুটে আসেন। এতে করে হোটেল, সুপার মার্কেট ও খুচরা দোকানগুলোর ব্যবসা চাঙা হচ্ছে। বিশেষ করে, হোটেল ব্যবসায়ীরা বেশি লাভবান হচ্ছেন।
মদিনাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। হাজিরা রাস্তা ভুলে গেলে সহযোগিতায় এগিয়ে আসছেন নিরাপত্তা কর্মীরা। এমনকি মদিনা শহরকে আরও নান্দনিক করে গড়ে তুলতে কাজ করছে সৌদি সরকার।