খালেদা জিয়ার লন্ডন আগমন ঘিরে প্রস্তুত প্রবাসী নেতাকর্মীরা

লন্ডনে বিএনপি নেতাকর্মী
লন্ডনে বিএনপি নেতাকর্মী | ছবি: এখন টিভি
0

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগমন ঘিরে নেতাকর্মী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে বাড়তি আগ্রহ। সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। চিকিৎসার প্রস্তুতি নিয়েছে লন্ডন ব্রিজ হাসপাতালও।

সবকিছু ঠিক থাকলে কয়েক ঘণ্টা পর লন্ডন আসছেন বেগম খালেদা জিয়া। নানা জল্পনা কল্পনার পর অবশেষে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার আগমন ঘিরে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্স তার লন্ডনে পৌঁছার কথা রয়েছে। যেকোনো প্রয়োজনে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি।

যুক্তরাজ্যের বিএনপি সহ সভাপতি আব্দুল মুকিত বলেন, ‘তার জন্য সবাই অপেক্ষায় ছিল। তিনি যখন এখানে আসবেন তখন সবাই দেখতে পাবে।’

আরও পড়ুন:

অধীর আগ্রহে শুধু নেতা কর্মী নন, সেই আবেগ আর ভালোবাসা বিলেতে থাকা সাধারণ প্রবাসীর মুখেও। তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাছ থেকে দেখবেন সেই আশায় অপেক্ষমাণ লাখো প্রবাসী।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ পার্লামেন্ট এমপি ও বিশিষ্টজনেরা। আসন্ন নির্বাচনের আগে সুস্থ হয়ে দেশে ফিরবেন এমনটাই প্রত্যাশা তাদের।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য ব্রিটেনের স্বনামধন্য লন্ডন ব্রিজ হাসপাতাল প্রস্তুত আছে বলে জানিয়েছে একটি সূত্র।

সেজু