আবারও সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান; নিহত ৪

সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান
সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান-আফগানিস্তান | ছবি: আল জাজিরা
1

সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর সীমান্ত এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ৫ ডিসেম্বর) গভীর রাতে গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে দুই দেশের কর্মকর্তারা। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে প্রথম হামলা চালানোর অভিযোগ তুলেছে। তবে পাল্টাপাল্টি এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গেল অক্টোবরের শুরুর দিকে সীমান্ত সংঘর্ষে দুই দেশের অর্ধশতাধিক সেনা ও বেসামরিক নাগরিকের প্রাণহানির পর যুদ্ধবিরতি আলোচনা শুরু করে আফগানিস্তান-পাকিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় কয়েক দফার আলোচনার পর এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে পারেনি দুই দেশ।

সবশেষ চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবে সমঝোতা আলোচনা শুরু হলে তা আবারও ব্যর্থ হয়। আলোচনা ফলপ্রসূ না হলেও যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত নেয় উভয়পক্ষ। তবে এক সপ্তাহ পার হওয়ার আগেই আবারও সংঘর্ষে জড়িয়েছে তারা।

শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকায় শুরু হয় গোলাগুলি। সামাজিক মাধ্যম এক্সেরে এক পোস্ট আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, দেশটির কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরের দিকে হামলা শুরু করে পাকিস্তানি বাহিনী। যার পাল্টা জবাব দেয় আফগানিস্তান সেনারাও।

আরও পড়ুন:

আফগানিস্তান সীমান্তের বাসিন্দারা জানায়, টানা দুই ঘণ্টা ধরে চলা হামলা শুরু হয় রাত সাড়ে ১০ টায়। আর কান্দাহার শহরের তথ্য বিভাগের বলছে, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী কামান ব্যবহার করে হামলা চালিয়েছে। পাক বাহিনীর ছোড়া গুলি বেসামরিক বাসিন্দার বাড়িতে আঘাত করে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক মুখপাত্রের দাবি, কোনো উস্কানি ছাড়াই চামান সীমান্তে গুলি চালিয়েছে আফগানিস্তান। পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক বলেও হুঁশিয়ার করেন তিনি।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের অবনতির শুরু। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবানসহ আরও কিছু সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেয়ার অভিযোগ পাক সরকারের।

তবে পাকিস্তানের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আফগান সরকার। পাকিস্তানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর পাল্টা অভিযোগও তোলে। এছাড়া, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায় আফগানিস্তানের নয় মন্তব্য তালেবান সরকারের।

এসএস