দেশে এখন
চাকরির বাজার
0

মৌলভীবাজারে দিনব্যাপী চাকরি মেলা

প্রবাসী ও বিদেশগামীদের নিয়ে মৌলভীবাজারে প্রথমবারের মতো প্রবাসী মেলা ও জব ফেয়ার আয়োজন করা হয়েছে। ২০টি স্টল নিয়ে মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান অংশ নেয়।

স্টল থেকেই প্রবাসী ও বিদেশগামীদের তাৎক্ষণিক সেবাদানের পাশাপাশি নানা পরামর্শ দেয়া হচ্ছে। শুধু প্রবাসী শ্রমিক নয়, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য স্টল ছিল। একছাদের নিচে সব সেবা পেয়ে উচ্ছ্বসিত চাকরিপ্রার্থীরা।

এক চাকরিপ্রার্থী বলেন, ‘মেলায় এসে বৈধভাবে বিদেশে যাওয়ার ধারণা পেয়েছি। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।’

মেলায় অংশ নিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা সেবার পরিসর তুলে ধরছেন। বর্তমানে বৈধপথে তুরস্ক, সৌদি আরব ও কাতারে প্রশিক্ষিত কর্মীদের বেশ সুযোগ রয়েছে বলে জানান তারা।

প্রতিবছর এই জেলা থেকে বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক প্রবাসে যাচ্ছে। এসময় প্রবাসীদের বৈধপথে বিদেশ যাওয়ার পাশাপাশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপ-পরিচালক মোশাররফ হোসেন বলেন, ২০২৩ সালে ২০ হাজারের বেশি দক্ষ কর্মী বিশ্বের বিভিন্ন দেশে গেছেন।’

চলতি বছর শুধু মৌলভীবাজারেই রেমিট্যান্স এসেছে ৯৫১ কোটি টাকা। রেমিট্যান্স পাঠিয়ে অবদানের জন্য এসময় তিন জন প্রবাসীকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর
বিদেশ যাওয়া আসায় প্রবাসীদের আর কোনো চিন্তা করতে হবে না: প্রধান উপদেষ্টা

আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেয়া হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল

আবেদনের ছয় মাসেও এমআরপি পাসপোর্ট পাচ্ছেন না মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা

বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবেন

নিয়োগ প্রক্রিয়া পরিবর্তনে ইতালিতে শ্রমবাজার হারানোর আশঙ্কায় প্রবাসীরা

ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে, বাড়ছে দ্বন্দ্ব

সৌদি আরবে দেশি কণ্ঠশিল্পীদের গান শোনার অপেক্ষায় প্রবাসীরা
সৌদি আরবে দেশি কণ্ঠশিল্পীদের গান শোনার অপেক্ষায় প্রবাসীরা

ঢাকায় ফ্লাইট আনছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ২ নভেম্বর থেকে শুরু
ঢাকায় ফ্লাইট আনছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ২ নভেম্বর থেকে শুরু

হাইকমিশনের সেবার মান নিয়ে অসন্তুষ্ট লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা
হাইকমিশনের সেবার মান নিয়ে অসন্তুষ্ট লন্ডনের প্রবাসী বাংলাদেশিরা

গত ১৫ বছরে আস্থাহীনতায় রেমিট্যান্স পাঠাতে আগ্রহ কম ছিল প্রবাসীদের

যেকোনো মূল্যে দেশে ফিরতে মরিয়া লেবাননে থাকা বাংলাদেশিরা

ইসরাইলি হামলায় আতঙ্কে দক্ষিণ লেবাননের বাংলাদেশি প্রবাসীরা