আজ (রোববার, ৩ নভেম্বর) ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইটের উদ্বোধন শেষে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।
এর আগে রোববার সকালে আফ্রিকার শীর্ষ বিমানসংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
রোববার সকালে ১৭২ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছে ৭৮৭-৯০০ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত উদ্বোধনী ফ্লাইটটি।
এসময় ওয়াটার স্যালুট দিয়ে ফ্লাইটটিকে স্বাগত জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।