আবেদনের ছয় মাসেও পাসপোর্ট না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন মালয়েশিয়া প্রবাসীরা। বহু প্রবাসী প্রতিদিন হাইকমিশনে পাসপোর্ট নিতে এসে একবুক হতাশা নিয়ে বাড়ি ফিরে যান। সময়মতো পাসপোর্ট না পেয়ে এরইমধ্যে কেউ কেউ হয়ে পড়েছেন অবৈধ, অনেকেই আবার রয়েছেন অবৈধ হওয়ার ঝুঁকিতে।
জানা গেছে, এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করে ২৪ হাজারেরও বেশি প্রবাসী বিপাকে রয়েছেন। এর মধ্যেই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এমআরপি পাসপোর্ট নবায়নের নতুন আবেদন প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত। এ অবস্থায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা।
একজন প্রবাসী বলেন, 'এই সিদ্ধান্ত নেয়ার কারণে ২৪ হাজার প্রবাসীরা সমস্যার সম্মুখীন হবেন। এবং এদের ভবিষ্যৎ কী? পাসপোর্ট না পাওয়ার কারণে কিন্তু অনেক প্রবাসী অবৈধ হয়ে যাবেন। আমি চাই এই ২৪ হাজার প্রবাসীর সমস্যা দ্রুত সমাধান করা হোক।'
অন্য একজন প্রবাসী বলেন, 'পাসপোর্ট দেয়ার কথা ছিল সেপ্টেম্বরের ১৩ তারিখ। কিন্তু পাসপোর্ট আসেনি, আমরা হাইকমিশনে গিয়েছিলাম, বলেছে পাসপোর্ট নাকি এখনও প্রিন্টিংয়ের জন্য বাংলাদেশে অপেক্ষমাণ আছে। এই পরিস্থিতিতে অলরেডি আমাদের মধ্যে দুইজনের মেয়াদ চলে গেছে। আর আমার আগামী মাসের ৪ তারিখে ভিসার মেয়াদ চলে যাবে।'
এমন সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের আরও দিশেহারা করে তুলেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্ত । যেখানে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্টের আবেদন করতে বলা হয়েছে। এতদিন পরে এসে নতুন করে নেয়া এই সিদ্ধান্তকে হঠকারী ও প্রবাসীদের বেকায়দায় ফেলার সিদ্ধান্ত হিসেবে অভিযোগ মালয়েশিয়ার প্রবাসী অধিকার পরিষদের।
একজন প্রবাসী বলেন, 'এমআরপি পাসপোর্টের তথ্যের সাথে অনেকেরই ন্যাশনাল আইডি কার্ডের মিল নেই। এজন্য তথ্য বিভ্রাটের জন্য ই-পাসপোর্ট আমরা করতে পারছি না। এর জন্য আমাদের অনেক প্রবাসীর অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।'
এমন পরিস্থিতিতে নিরাপদ প্রবাস নিশ্চিতে পাসপোর্ট জটিলতার দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। এই পদক্ষেপ নিতে দেরি হলে রেমিট্যান্স শাটডাউনের দেন তারা।