সোমবার (২৭ নভেম্বর) চিঠি বিতরণের এই কার্যক্রম শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন মানেই বিএনপির অংশগ্রহণ নয়। তারা বাদে অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে যা নির্বাচনকে উৎসবমুখর করবে।
বেলা ১২ টায় আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলের মনোনীত প্রার্থীদের মাঝে মনোনয়ন পত্রের চিঠি বিতরণ শুরু হয়। প্রথমেই ওবায়দুল কাদেরের হাত থেকে সিনিয়র নেতারা মনোনয়নের চিঠি গ্রহণ করেন। একে একে বাকিদের চিঠি দেওয়া হয়। এসময় প্রার্থীদের সাথে আসা কর্মী সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে কার্যালয় চত্বর। মনোনয়ন চিঠি বিতরণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। বলেন, সরকার শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, দলের মনোনয়নের বাইরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানো যাবে। এতে কোন ধরণের সাংগঠনিক বাধা নেই।
রোববার ২৯৮ জনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে আওয়ামী লীগ।





