আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘মূলত আজকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা তিনটি দলের নেতাদের ডেকেছিলেন। আমরা একত্রে আলোচনা করেছি, সেখানে ওসমান হাদির পরিবারের সদস্যরাও ছিলেন, তার মা ছিলেন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘গতকালের ঘটনা কেবল একজন প্রার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নয়, আমি গতকালও বলেছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়। এটা আওয়ামী লীগ যে ষড়যন্ত্রে ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এ ধরনের পরিবেশকে আমরা কীভাবে একত্রে মোকাবেলা করবো এবং সেটার জন্য যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যেন অটুট থাকে।’
এনসিপির এ নেতা বলেন, ‘আমরা জানি নির্বাচনে, রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, একে অন্যের বিরুদ্ধেও হয়তো কথা বলবো। কিন্তু সেটা যাতে কখনোই সীমা অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে কোনো সুযোগ-সুবিধা করে না দেয়, এ ব্যাপারে আমরা সবাই ঐকমত্য প্রকাশ করেছি।’





