অপরাধীরা জামিনে মুক্ত থাকায় অপরাধ বাড়ছে: ইসি সানাউল্লাহ

সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইসি সানাউল্লাহ
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ইসি সানাউল্লাহ | ছবি: এখন টিভি
0

অপরাধীরা জামিনে মুক্ত থাকায় দেশে অপরাধ বাড়ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, ‘আগে আটককৃত অপরাধীরা জামিনে মুক্ত আছে, এতে অপরাধ বাড়ছে। চোরাগুপ্ত হামলার শঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার বিষয়ে তিনি বলেন, ‘হামলার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং অপরাধীরা যাতে ধরা পড়ে, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

আরও পড়ুন:

এসময়, অধিক সংখ্যায় চেকপোস্ট বসানো, বাইরে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও গোয়েন্দা উপাত্ত সব বাহিনী সমন্বয় করবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের এ ঘটনায় কোনো হাত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এছাড়া নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই এবং নির্বাচন হবে উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথাও জানান।

এসএইচ