এদেশে মৃত গণতন্ত্রকে পুনর্জীবিত করেছে বিএনপি: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান | ছবি: এখন টিভি
2

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এদেশে মৃত গণতন্ত্রকে বিএনপি বারবার পুনর্জীবিত করেছে। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘এদেশে বারবার গণতন্ত্রকে জবাই করা হয়েছে, বারবার মৃত গণতন্ত্রকে পুনর্জীবিত করেছে বিএনপি।’

আরও পড়ুন:

নজরুল ইসলাম খান বলেন, ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে হত্যার চেষ্টা করছে। যারা গণতন্ত্রকে রক্ষা করার লড়াই করছে, তাদের হত্যার দুঃসাহস দেখাচ্ছে। তা প্রতিহিত করতে না পারলে সাথীদের রক্ত বৃথা হয়ে যাবে।’

এসময়, অবাধ সুষ্ঠু নির্বাচনে মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, শিক্ষা, চিকিৎসা, সাংবাদিকতা সব ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি।

এছাড়া, যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে জবাব দেয়ার আহ্বানও জানান তিনি।

এসএইচ