বিদেশে এখন
0

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ: যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ইসরাইলের ফিলিস্তিনি হত্যাযজ্ঞ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন খোদ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাই।

সমালোচনার জেরে কর্মীদের উদ্দেশ্যে ই-মেইলে খোলা চিঠি পাঠাতে হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিশুহত্যা, নারী-প্রবীণ-শিশুসহ লাখ লাখ নিরীহ বেসামরিক মানুষের ভয়াবহ দুর্ভোগের প্রতিদিনের চিত্র বাইডেন প্রশাসনের কর্মীদের মধ্যেও হতাশা ছড়াচ্ছে।

চিঠিতে ব্লিংকেন জানান, একই অনুভূতি তার নিজেরও। গাজায় চলমান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের অবস্থান বা করণীয় নিয়ে অনেক কর্মীরই আপত্তি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের কথা এবং মত শুনতে আগ্রহী বাইডেন প্রশাসন।

জানা গেছে, ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিজ কর্মীদের জন্য অভ্যন্তরীণ একটি বিরুদ্ধ মত প্রকাশের প্ল্যাটফর্ম খুলেছিল। ওই প্ল্যাটফর্মেই গাজা ইস্যুতে মার্কিন নীতির সমালোচনা করে অন্তত তিনটি আলাদা অভিযোগ উপস্থাপন করা হয়েছে।