বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র-গ্রিনল্যান্ড একীভূত করার প্রস্তাবে দ্বিমত ৫৩ শতাংশ মার্কিনির

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করতে চান না ৫৩ শতাংশ মার্কিন নাগরিক। ইউএসএ টুডের জরিপে উঠে এসেছে এ তথ্য।

২৯ শতাংশ মার্কিনি পরিকল্পনাটিকে ভালো তবে অবাস্তব হিসেবে মত দিয়েছেন। অথচ চলতি সপ্তাহে প্যাট্রিয়ট পোলিংয়ের জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চান ৫৭ শতাংশ গ্রিনল্যান্ডবাসী।

জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ উল্লেখ করে গেল ডিসেম্বরে গ্রিনল্যান্ডকে কিনে নেয়ার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবে রাজি না হলে সেনা পাঠানোর হুমকিও দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটি ১৮১৪ সাল থেকে ডেনমার্কের অধীনে রয়েছে।

ইএ