শরীয়তপুরে ভারতীয় দুই নাগরিকের সৎকার

এখন জনপদে
0

শরীয়তপুর সদর হাসপাতালের হিমঘরে থাকা ভারতীয় বন্দী দুই নাগরিকের মরদেহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আজ (বুধবার, ২৯ জানুয়ারি) সকাল ৯টায় সদর হাসপাতাল থেকে বাবুল সিং ও সত্যেন্দ্র কুমার নামে দুই ব্যক্তির মরদেহ বুঝে নেন কারা কর্তৃপক্ষ।

এরপর মরদেহ দু'টি মনোহর বাজার পৌর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১০টার দিকে ধর্মীয় রীতি মেনে তাদের সৎকার সম্পন্ন করা হয়। এসময় কারা কর্তৃপক্ষ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৮ মে বাবুল সিং ও ৮ অক্টোবর সতেন্দ্র কুমারকে পদ্মাসেতু প্রকল্প এলাকা থেকে আটক করে কারাগারে পাঠানো হয়। পরে অসুস্থতার কারণে ২০২৩ তাদের মৃত্যু হয়। বিদেশি প্রত্যাবর্তন আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অনুমতিতে বুধবার ভিনদেশি এই দুই নাগরিকের সৎকার সম্পন্ন হয়।

শরীয়তপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আকরাম এলাহী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অনুমতিপত্র পেয়ে ভারতীয় এই দুই নাগরিকের মরদেহ কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের হিমঘরে দুই বছর ধরে মৃতদেহ থাকায় বিপাকে পড়তে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

প্রতি মরদেহ বাবদ ২০০০ টাকা করে প্রতিদিন চার্জ হত। এতে প্রায় ২৫ লাখ টাকা খারাপ কর্তৃপক্ষের কাছে পাওনা হলে তারা নয় লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেছে। বাকি টাকা পর্যায়ক্রমে পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে মরদেহ দু'টি হস্তান্তর করায় এখন জটিলতা কমে গেল।

শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীর বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অনুমতি পাওয়ায় ভারতীয় এই দুই নাগরিক বাবুল সিং ও সত্যেন্দ্র কুমার কুমারের সৎকারের উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। সকাল ৯টায় হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে মৃতদেহ বুঝে নিয়ে জেলার মনোহর বাজার পৌর শ্মশানে সকাল সাড়ে দশটায় সৎকারের কার্যক্রম শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় অনুযায়ী সৎকার সম্পন্ন হয়েছে। মৃত ওই দুই ব্যক্তির ডিএনএ এবং সৎকারের ছাই সংরক্ষণ করা হয়েছে।'

এসএস