মনিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর রাষ্ট্রপতির শাসন কায়েম

এশিয়া
বিদেশে এখন
0

ভারতের মনিপুরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের পর কায়েম হলো রাষ্ট্রপতির শাসন। মুখ্যমন্ত্রী প্রার্থীর বিষয়ে রাজ্য বিজেপি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, মনিপুরের গভর্নর অজয় ভাল্লার কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

১৯৫১ সালের পর থেকে এ নিয়ে ১১তম বারের মতো রাষ্ট্রপতির শাসন কায়েম হলো সংঘাত কবলিত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে।

সংঘাত শুরুর দুই বছর পার হওয়ার পর রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলার হুমকি দেয় বিরোধী দল কংগ্রেস।

এতে দলীয় চাপের মুখে রোববার পদত্যাগ করেন বীরেন সিং। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, সে সিদ্ধান্ত নিতে প্রাদেশিক রাজধানী ইমফালে মনিপুরের বিজেপি বিধায়কদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন দলটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রধান সম্বিত পত্র।

ধারণা করা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

ইএ