এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের নিউরোসায়েন্স শাখার সাধারণ সম্পাদক বলেন, নিউরোসায়েন্সেস হাসপাতালে কর্মরত স্বাচিপপন্থী চিকিৎসক অধ্যাপক ডা. গুরুদাস মণ্ডলকে ফিরিয়ে আনা এবং হাসপাতালের পরিচালকের ফ্যাসিবাদ সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে তার এই পদে থাকার কোন অধিকার নেই।
এছাড়া বিগত ১৫ বছরে পরিচালকের নানান আচরণে ক্ষুব্ধ হয়ে ডা. দ্বীন মোহাম্মদের অবিলম্বে পদত্যাগ দাবি করেন নিউরোসায়েন্সের ড্যাবের সভাপতি ডা. রুস্তম আলী।
গতকাল তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাদের উপর হামলা করেছে বলেও অভিযোগ করেন চিকিৎসকরা।
দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনরত চিকিৎসকরা।