তিনি বলেন, 'ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কূটনৈতিক পত্রের বিপরীতে ভারতের উত্তর প্রত্যাশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।'
মুখপাত্র এক প্রশ্নের জবাবে বলেন, 'জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জাতিসংঘের প্রতিবেদন সারা বিশ্ব জানে, আলাদা করে ভারতকে জানানোর কিছু নেই।'
এ সময় জুলাই-আগস্ট হত্যাকাণ্ড নিয়ে ইনক্লুসিভ রিপোর্ট প্রকাশ করায় জাতিসংঘ মানবাধিকার কমিশন ও ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ধন্যবাদ জানান তিনি।